আন্তর্জাতিক

‘‌প্রেসিডেন্ট হলে ভারতের পাশে থাকব’‌

আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর আগস্ট মাসেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ জো বিডেন জানিয়ে দিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর প্রশাসন যে কোনও হুমকিতে ভারতের পাশে দাঁড়াবে। এই প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বিডেন। তিনি দু’দেশের ‘বন্ধন’ আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। সুতরাং ট্রাম্প–বিডেন যেই জিতুক তাতে ভারতের সমস্যা হওয়ার নয়।
জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসের ৩ তারিখে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয়বার মসনদ দখল করার লক্ষ্যে এখন থেকেই লড়ে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ৭৭ বছর বয়সি জো বিডেন। ভারতের স্বাধীনতা দিবসে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের এক সভায় বিডেন বলেন, ‘‌১৫ বছর আগে ভারতের সঙ্গে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তিটি অনুমোদন করার ব্যাপারে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার পুরোভাগে আমি ছিলাম। আমি বলেছিলাম, যদি আমেরিকা আর ভারত ঘনিষ্ঠ বন্ধু আর শরিক হয়, তা হলে বিশ্ব নিরাপদ জায়গা হয়ে উঠবে।’‌
এদিন বিডেন জানান, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ভারতকে কেউ হুমকি দিলে, তা সে দেশের ভেতর থেকেই হোক বা সীমান্ত থেকেই হোক, সবসময় তাদের (ভারতের) পাশে থাকবেন। আর দু’দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য প্রসারিত করার ব্যাপারে তিনি কাজ করে যাবেন এবং জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী স্বাস্থ্য নিরাপত্তা প্রভৃতি আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।
সমবেত জনগণের উদ্দেশ্যে বিডেন বলেন, ‘‌নিজেদের আত্মত্যাগ, নিজেদের পরিবারের সাহসের জন্যই তো আজ আপনারা আমাদের জাতির, আমাদের দেশের স্তম্ভ হয়ে উঠেছেন। আপনারা এই অতিমারি পরিস্থিতিতে সামনের সারিতে রয়েছেন, আপনারা দেশপ্রেমী। আপনারা প্রকৃত অর্থে বুঝিয়ে দিচ্ছেন, আমেরিকা এমন একটা জায়গা যেখানে সব বর্ণের, সব ধর্মের, সব জাতের মানুষ শান্তিপূর্ণভাবে এক সঙ্গে বসবাস করতে পারেন।’‌