চলতি বছরের শেষে করোনা ভাইরাসের প্রতিষেধক আসতে পারে বাজারে। এদিন সংবাদমাধ্যমকে এটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় তাঁর দেশে প্রায় এক লক্ষ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ট্রাম্প জানিয়ে দেন, এই বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। চিকিৎসকরা এখনই হয়তো এই বিষয়ে কোনও মন্তব্য করতে নিষেধ করবেন।
গবেষণার বর্তমান অবস্থান ও শিডিউল দেখেই এমন ধারণা মার্কিন প্রেসিডেন্টের। এদিন ট্রাম্প বলেন, ‘আমরা প্রায় ৭৫, ৮০ বা এক লাখ লোককে হারাতে চলেছি। এটা মারাত্মক ব্যাপার।’ এই সপ্তাহেরই শুরুর দিকে তিনি বলেছিলেন, আমেরিকায় করোনায় ৬০,০০০ থেকে ৭০,০০০ লোকের মৃত্যু হবে। তবে যেভাবে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা বাড়ছে, তাতে এই আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এপ্রিল মাসেই আমেরিকার সিয়াটেলে মানবদেহে প্রথম করোনাভাইরাস প্রতিষেধকের ট্রায়াল হয়। তাঁর দাবি, আমি আশা করছি, এই বছরের শেষদিকে আমাদের হাতে টিকা এসে যাবে। এটা চিকিৎসকরাই বলবেন। আমার মনে হচ্ছে খুব শিগগিরই টিকা এসে যাবে আমাদের হাতে। তবে এখনও প্রতিষেধক অন্তিম পর্যায়ের পরীক্ষায় পৌঁছতে অনেক দেরি, মত বিশেষজ্ঞদের।
এদিনও চিনের বিরুদ্ধে তোপ দেগে ট্রাম্প বলেন, চিন মারাত্মক ভুল করেছে। চিনের দোষের বিশ্বজুড়ে করোনায় এত মানুষের প্রাণ যাচ্ছে। অন্যদিকে কোনও ভ্যাকসিন তৈরি হতে প্রায় ১৮ মাস সময়ে লাগে। বর্তমান সংকটের পরিস্থিতিতে করোনাভাইরাসের ক্ষেত্রে সেই সময় কমিয়ে আনা যায় কিনা সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।