জেলা রাজ্য

‘‌হাবড়ায় পরিশুদ্ধ পানীয় জল মিলবে’‌

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে গঙ্গার পরিশুদ্ধ পানীয় জল পাবেন হাবড়ার বাসিন্দারা। সেই উদ্দেশ্যে দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কাজ শেষ হলে হাবড়ায় নিকাশি ব্যবস্থার কাজ হাতে নেওয়া হবে। তার জন্য খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা। একইসঙ্গে পদ্মা খাল সংস্কারের কাজও করা হবে। বৃহস্পতিবার হাবড়ায় সাংবাদিকদের কাছে একথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ‌
এদিন থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের থেকেও তাঁদের অভিভাবকেরা বেশি উৎকণ্ঠায় ভোগেন। তাঁদের ভরসা দিতে এদিন অভিভাবকদের হাতে জলের বোতল তুলে দেন জ্যোতিপ্রিয়। পরীক্ষার্থীদের হলে সময়মতো পৌঁছানোর সুবিধার্থে হাবড়া শহরে পরীক্ষা শুরুর আগে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া, প্রচুর অটোর ব্যবস্থা রাখা হয়েছে।
এখন শান্তির হাবড়া তৈরি হয়েছে। যা এখানকার মানুষদের দীর্ঘদিনের চাহিদা ছিল। হাবড়াতে এত উন্নয়নের কাজ হয়েছে, যারজন্য আমরা বলতেই পারি বাংলার গর্ব মমতা।’‌ এদিন বিকেলে হাবড়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। উদ্বোধনী অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক চৈতালী চক্রবর্তী, হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা–‌সহ অন্যরা। মন্ত্রী বলেন, ‘‌এখন ঠিকভাবে সংসার চালাতে স্বামীদের পাশাপাশি স্ত্রীদেরও আয়ের ব্যবস্থা করতে হচ্ছে। মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য মুখ্যমন্ত্রী নানা পরিকল্পনা করছেন। সেই লক্ষ্যেই হাবড়ায় এই আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে।’‌‌