ফের মাস্টারস্ট্রোক দিয়ে পাকিস্তানকে কুপোকাত করল ভারত। পাকিস্তানকে যে এক ইঞ্চি জায়গা ছেড়ে কথা বলা হবে না তা আরও একবার বুঝিয়ে দিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানান, সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে ক্রিকেট খেলার কোনও প্রশ্নই ওঠে না।
নিউইয়র্কে ইমরান খানের দেশকে কটাক্ষ বলেন, ‘দিল্লি–ইসলামাবাদের মধ্যে প্রধান সম্পর্কই হল সন্ত্রাসবাদ, আত্মঘাতী বিস্ফোরণ হিংসার। আর তারপরে বলা হবে, ঠিক আছে চলো, চা–পানের বিরতিতে একটু ক্রিকেট খেলা যাক।’ তা যে আর হচ্ছে না সেটা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। ভারত যে এখন কঠিন প্রাণ এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
উরি–পাঠানকোট–পুলওয়ামায় হামলার প্রসঙ্গ টেনে বিদেশমন্ত্রী বলেন, ‘মানুষকে এটা বিশ্বাস করানো খুবই কঠিন। এটা গণতন্ত্র। এখানে আবেগের দাম আছে। রাতারাতি ওখানে নিশ্চয়ই সন্ত্রাসবাদ তৈরি হয়নি। দীর্ঘদিনের প্রচেষ্টায় এটা হয়েছে। বাস্তব জীবনে বিষয়গুলিকে পৃথকভাবে দেখাটা কঠিন।’