লিড নিউজ

‘‌বালাকোটের মতো প্রত্যাঘাতের জন্য তৈরি’‌

দায়িত্ব কাঁধে নিয়েই হুঁশিয়ারি দিলেন নয়া বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া। সোমবার এয়ার মার্শাল বিএস ধানোয়া অবসর নেওয়ায় বায়ুসেনা প্রধানের দায়িত্বগ্রহণ করেন তিনি। আর বলেন, ‘‌বালাকোটের মতো বিমানহানার জন্য আমরা তৈরি।’‌ অর্থাৎ পাকিস্তানকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে নারাজ বলেই মনে করছেন প্রতিরক্ষা দপ্তরের বিশেষজ্ঞরা।
এদিন এয়ার মার্শাল জানান, ‘‌আমরা আগেও তৈরি ছিলাম। আগামী দিনেও তৈরি থাকব। যে কোনও চ্যালেঞ্জ, যে কোনও হুমকির মোকাবিলায় আমরা তৈরি।’‌ বালাকোটে পাকিস্তান ফের জৈশ ঘাঁটিগুলিকে সক্রিয় করেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে নয়া বায়ুসেনা প্রধান বলেন, ‘‌আমাদের কাছে সব খবর রয়েছে। যখন প্রয়োজন হবে তখন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’‌
রাফাল জেট বায়ুসেনার কাছে নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করেন এয়ার মার্শাল। তিনি বলেন, ‘‌আমাদের অভিযানের ক্ষেত্রে রাফাল সব ছক বদলে দিতে পারে। তার মাধ্যমে পাকিস্তান–চীনের অনেক উপরে পৌঁছে যাবে ভারত।’‌