নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে মন্তব্য করলেন মাইক্রোসফট সংস্থার সিইও সত্য নাদেলা। সিএএ–এনআরসি’র জেরে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাজফিড–কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সংস্থার প্রধান জানান, ভারতে যা ঘটছে, তা দুঃখজনক। আমি দেখতে চাই কোনও এক বাংলাদেশি শরণার্থী ভারতে এসে বিখ্যাত প্রতিষ্ঠান গড়েছেন কিংবা ইনফোসিসের মতো সংস্থার সিইও হয়েছেন। এই আইন খারাপ এবং দুঃখজনক আখ্যা দিয়েছেন তিনি। ফলে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকারের অস্বস্তি বাড়ল।
মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর মতো অনেক ভারতীয় অভিবাসী রয়েছেন। কিন্তু তাঁরা আজ সে দেশে প্রতিষ্ঠিত। সেই অভিজ্ঞতা তুলে সত্য নাদেলা বলেন, প্রত্যেক দেশেরই জাতীয় নিরাপত্তা, সীমা এবং অভিবাসন নীতি রয়েছে। এরপরও গণতান্ত্রিক দেশে সরকার এবং নাগরিকের আলোচনার মাধ্যমেই এই সব ক্ষেত্র নির্ধারণ করা উচিত। ভারতের বিবিধ সংস্কৃতির মধ্যে বড় হওয়ায় আমেরিকায় অভিবাসনের অভিজ্ঞতা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল বলে জানান সত্য নাদেলা।
মার্কিন অনলাইন সংবাদমাধ্যম বাজফিডের প্রধান সম্পাদক বেন স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে নাদেলা বলেন, ‘আমার মনে হয় যা হচ্ছে সেটা দুঃখজনক। খুবই খারাপ হচ্ছে। আমার দেখতে ভাল লাগবে, ভবিষ্যতে কোনও বাংলাদেশি শরণার্থী ভারতে এসে কোনও বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে তুলবেন অথবা ইনফোসিসের পরবর্তী সিইও হবেন।’ তবে তিনি বেআইনি অনুপ্রবেশকারীদের সমর্থনে কথাটি বলেননি।
সত্য নাদেলার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি জানান, তথ্য–প্রযুক্তি জগতের মানুষদেরও সত্য নাদেলার মতো এগিয়ে আসা উচিত। উল্লেখ্য, এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খৃস্টান সম্প্রদায়ের মানুষেরা আর বেআইনি শরণার্থী হিসেবে বিবেচিত হবেন না। তাঁরা হবেন ভারতীয় নাগরিক।