বুনিয়াদপুরের সভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বুনিয়াদপুরের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তোপ দাগেন, দিল্লিতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের কারও করোনায় মৃত্যু হয়নি। কারও ডেঙ্গিতেও মৃত্যু হয়নি। দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা বলা হচ্ছে। টিভির লোককে দিয়ে করোনা করোনা করে আসল ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে কেন্দ্র।
মমতা আরও বলেন, ‘দিল্লিতে মৃতদেহের পাহাড়। এখনও ৭০০ মানুষ নিখোঁজ। অনেক মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না। যারা মারা গিয়েছে, তারা হিন্দু না মুসলিম, জবাব দিতে হবে ওদেরকে।’ দিল্লির মতো জায়গায় যারা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেন না, তাদের বাংলা নিয়ে কথা বলা সাজে না বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। দিল্লি–হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি করে মুখ্যমন্ত্রী জানান, দিল্লিতে গুজরাট মডেলে গণহত্যা হয়েছে। গুজরাটে যা করেছিল, তারই পুনরাবৃত্তি হয়েছে দিল্লিতে। এটা দাঙ্গা নয়, এটা একটা গণহত্যা। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। শিশুর সামনে তাঁর বাবা, মা ভাই বোনকে কেড়ে নিয়েছে। আজও মানুষ জানে না, কতজন মারা গিয়েছে। সরকারিভাবে বলছে ৫০–৫৫। কিন্তু আসলে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে করোনাভাইরাস নিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করেন। করোনা আতঙ্ক শুধুমাত্র বিজেপি সরকারের নজর ঘোরানোর চেষ্টা বলে তোপ দাগেন তিনি। দ্রুত যাতে এই ভাইরাসের কোনও প্রতিষেধক যাতে বের হয়, সেই আশাপ্রকাশ করেন। মমতার কটাক্ষ, করোনা বেরিয়েছে সবে। বাংলায় কেউ আক্রান্ত হয়নি। কেউ আক্রান্ত হোক, আমরা চাইও না। কিন্তু দিল্লির ঘটনা যাতে মানুষ মনে না রাখে তাই এখন করোনা করোনা বলে টিভির লোককে দিয়ে আসল ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে। যাতে লোকে প্রশ্ন না করে, এত লোক কীভাবে মারা গেল।