রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হয়ে গেলেও তা কিছুতেই মানতে নারাজ অসম–সহ উত্তরপূর্বের অধিকাংশ মানুষ। তাই সেখানে চলছে তুমুল বিক্ষোভ। এই অবস্থায় সে রাজ্যের বাসিন্দাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমিয়া ভাষায় টুইট করে প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন, ‘আপনাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অসমীয়াদের অধিকার কেড়ে নেওয়া হবে না।’
বিল পাশের পর আগুনে যেন ঘৃতাহুতি পড়েছে। তাই টুইট করে পরিস্থিতি শান্ত করতে চাইলেন প্রধানমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কী টুইটে লিখেছেন প্রধানমন্ত্রী? তিনি লেখেন, ‘অসমের ভাই ও বোনেদের আমি আশ্বাস দিচ্ছি সিএবি’র জন্য আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের অধিকার, পরিচয় ও সংস্কৃতির উপরে কোনও প্রভাব পড়বে না। তা আরও শ্রীবৃদ্ধি লাভ করবে।’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টুইট করে মনে করিয়ে দেন, ‘৬ ধারা অনুযায়ী অসমবাসীর রাজনৈতিক, ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার রক্ষায় সাংবিধানির যে রক্ষাকবচ রয়েছে, তা রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার ও আমি।’ উল্লেখ্য, প্রায় ৮ ঘণ্টা বিতর্কের পর পাশ হয় বিলটি। ভোটাভুটির সময় ২৪০ জন সাংসদের মধ্যে রাজ্যসভার অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন ২৩০ জন। তার জেরে ম্যাজির ফিগার নেমে দাঁড়ায় ১১৬। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট দেন ১০৫ জন সাংসদ।
