সর্দার বল্লভভাই প্যাটেলের অনুপ্রেরণায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর বাকি থাকা কাজগুলি শেষ করতে হবে। মঙ্গলবার নিজের জন্মদিনে গুজরাটের সর্দার বাঁধ থেকে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় প্রধানমন্ত্রী জানান, ৭০ দশক ধরে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে লড়াইয়ের পর উপত্যকায় নতুন যুগের সূচনা হয়েছে। নর্মদা নদী ঘিরে গুজরাটের সামগ্রিক বিকাশ ও উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর আহ্বান জানান, প্লাস্টিক বর্জনের।
মঙ্গলবার ভাষণের শুরুতেই তিনি ৩৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার সময়ে যে কাজগুলি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু বাকি থেকে গিয়েছে, সেই কাজগুলিই শেষ করার চেষ্টা করছি। সর্দার বল্লভভাই প্যাটেল যদি না থাকতেন তা হলে ভাবুন তো কী হত! দেশের মানচিত্র কতটা বিক্ষিপ্ত হত, সেই সঙ্গে আজ বহু গুণ বেড়ে যেত সমস্যাও।’ বিমান থেকে সর্দার প্যাটেলের মূর্তির একটি ভিডিও তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিও শেয়ার করে মোদী লিখেছেন, ‘বিশাল এই স্ট্যাচু অব ইউনিটি দেখুন। মহান সর্দার প্যাটেলকে ভারতের শ্রদ্ধা।’
প্রধানমন্ত্রী মোদী কাশ্মীর ইস্যু নিয়ে বলেন, ‘জম্মু–কাশ্মীরের মানুষকে ৭০ বছর ধরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তবে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে দেশ। দশকের পর দশক ধরে চলতে থাকা সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। কাশ্মীর, লে, লাদাখের মানুষের সহযোগিতায় জম্মু–কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে।’ এক ভারত, শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখেছিলেন সর্দার প্যাটেল। সেই স্বপ্নই আজ সত্যি হতে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী।