ব্রেকিং নিউজ

‘‌কারও উপদেশ প্রয়োজন নেই’‌

গান্ধীজির সার্ধশতবর্ষতেও প্রধানমন্ত্রীকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা এসে অমিত শাহ এনআরসি নিয়ে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন। সেটা যে প্রধানমন্ত্রীর নির্দেশেই তেমনই মনে করেন মুখ্যমন্ত্রী। তাই এদিন পাল্টা বার্তা দিলেন তিনি। বুধবার মেয়ো রোডে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌দেশের নেতা কেমন হওয়া উচিত? গান্ধীজির মতো। নেতাজির মতো। কারণ তাঁরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারেন।’ এভাবেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‌মারামারি করা, বিদ্বেষ ছড়ানো এবং রক্তের আগুণ ছড়ানো কোনও দেশনেতার উদ্দেশ্য হতে পারে না। কারোর উপদেশ দরকার নেই। উপদেশ তিনিই দিতে পারেন, যিনি উপদেশ দেওয়ার অধিকারী। আমরা গান্ধীজির, নেতাজির আদর্শ মেনেই চলছি।’‌ এই গোটা মন্তব্যটাই বিজেপি এবং তাদের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই বলে মনে করছেন অনেকে।
মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালেই টুইটে প্রধানমন্ত্রী লেখেন, এই বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে এবং তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে তাঁর একটি লেখাও।