বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে খুব ভাল চেনেন রাজ্যপাল জগদীপ ধনকার। হালে দেখা হয়েছিল একবার। তবে টিভিতে দেখেছেন বহুবার। কিন্তু ছবিতে? না দেখেননি। বামফ্রন্ট চেয়ারম্যান ব্যক্তিগত স্তরে রসিক মানুষ তা সবাই জানেন। এবার ছবি দেখে বিমানবাবুকে একধাক্কায় চিনে ফেলে তাক লাগিয়ে দিলেন তিনি। কঠিন কাজটাই করলেন সহজে। যা দেখে নেটদুনিয়া তোলপাড়।
কী এমন ঘটল? বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্নের আর্ট গ্যালারিতে যে ছবি প্রদর্শনীর মেলা হয়েছিল সেখানে উদ্বোধনে গিয়েছিলেন জগদীপ ধনকার। ছবি দেখতে দেখতে হঠাৎ তাঁর চোখে পড়ে, লাল ব্যাকগ্রাউন্ডে বাম নেতারা মাথা নিচু করে শ্রদ্ধা জানাচ্ছেন। আর শায়িত রয়েছেন বিশিষ্ট এক বাম নেতা। তা দেখেই তিনি রীতিমতো চিৎকার করে ওঠেন এবং বলেন, ‘এই তো বিমান বসু।’ এক দেখাতেই বামফ্রন্ট চেয়ারম্যানকে চিনে ফেলায় আবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন রাজ্যপাল।
চিত্রশিল্পী নিজেই রাজ্যপালকে ছবি দেখাচ্ছিলেন। যেখানে এক ছবিতে দেখা যাচ্ছিল, শায়িত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহ। আর চারপাশে সিপিএম নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন। তবে তাঁদের সকলের বাঁ হাত নেই ছবিতে। পিছনে কাস্তে হাতুড়ি তারাও উল্টে গিয়েছে। অর্থাৎ জ্যোতি নিভেছে দলের, এটাই ছবির অর্থ। সেই ছবিতে অনেক বাম নেতা থাকলেও বামফ্রন্ট চেয়ারম্যানকেই শুধু চিনতে পারলেন রাজ্যপাল। আর সঙ্গে সঙ্গে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বললেন, ‘এই মিস্টার বিমান বোস।’ তখন হেসে ফেললেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।
