আন্তর্জাতিক

‘‌আমি আন্তর্জাতিক মহলের অবস্থানে আশাহত’‌

হতাশ পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে সোচ্চার হলেও তারা যে সম্পূর্ণ ব্যর্থ, তা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর এই ইস্যুতে কোনও চাপই তৈরি হয়নি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকের ফাঁকে এক সাংবাদিক বৈঠকে ইমরান খান বলেন, ‘‌আমি আন্তর্জাতিক মহলের অবস্থান দেখে আশাহত। কাশ্মীর নিয়ে একাধিকবার আন্তর্জাতিক মহলে কড়া নেড়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি।’‌
৩৭০ ধারা নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়ে আন্তর্জাতিক মহলকে দিল্লির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বারবার তদ্বির করেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইমরান খান যেখানেই গিয়েছেন তুলে ধরেছেন কাশ্মীর ইস্যু। কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। ইমরানের কথায়, ‘‌মোদীর ওপর কোনও চাপ তৈরি করা হয়নি। এতে আশাহত আমি। তবে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’‌
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কার্যত ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, যদি ৮০ লক্ষ ইউরোপীয় এমনকী আটজন আমেরিকানকেও বাধার মুখে পড়তে হত, তাহলেও কী এমনটাই হত? আমরা চাপ বজায় রেখে যাব। সেখানে ৯ লাখ বাহিনী কী করছে? কার্ফু তুলে নেওয়া হলে সেখানে কী হতে চলেছে তা ঈশ্বরই জানেন। আপনারা কী মনে করে কাশ্মীরিরা এটা মুখ বুজে মেনে নেবে?