করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে ৩ ফুট এবং পরে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র পক্ষ থেকে ৬ ফুট দূরত্বে বজার রাখার কথা বলা হয়েছিল। কিন্তু সম্প্রতি ৬ ফুট দূরত্বও যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাতাসের মাধ্যমে ভাইরাসের সংক্রমণটি দ্রুত ঘটছে বলেও জানান তারা।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিজ্ঞানভিত্তিক একটি জার্নালের প্রতিবেদনে সামাজিক দূরত্ব নিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ।
তাইওয়ানের ন্যাশনাল সান ইয়াত-সেন ইউনিভার্সিটির চিয়া ওয়াং এবং সান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কিমবার্লি প্রাথার এবং ডা. রবার্ট স্কুলি জানিয়েছেন, করোনাভাইরাসের ওপর করা বেশ কিছু গবেষণা থেকে পাওয়া তথ্য থেকে এটা জানা যায় যে, নীরবে উপসর্গ ছাড়াই দ্রুত গতিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত ছয় ফুট দূরত্ব অনেক ক্ষেত্রেই যথেষ্ট নয়। বিশেষ করে, যেসব স্থানে ঘণ্টার পর ঘণ্টা জীবাণুগুলো বাতাসে ভেসে থাকতে সক্ষম সেখানে ছয় ফুট দূরত্বে থাকলেও সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।