লিড নিউজ

২১ অক্টোবর মহারাষ্ট্র–হরিয়ানায় ভোট

হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন। আগামী ২ এবং ৯ নভেম্বর শেষ হচ্ছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ। শনিবার দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। একই দিনে ভোট হবে দুই রাজ্যে। এটা অবশ্য দুই রাজ্যে বিজেপি’‌র পরীক্ষা বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সাংবাদিক বৈঠক করে সুনীল আরোরা জানান, ২১ অক্টোবর হবে ওই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। হরিয়ানা এবং মহারাষ্ট্রের পাশাপাশি একই সময়ে বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচন সম্পন্ন করা হবে। কর্নাটকে কংগ্রেস ও জেডিএসের ১৫ বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ায় সেখানেও নির্বাচন হবে। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, অসম, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে উপনির্বাচন হবে।
ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে ২৩ সেপ্টেম্বর। ভোট গণনা হবে ২৪ অক্টোবর। মহারাষ্ট্রে মোট আসন রয়েছে ২৮৮। হরিয়ানা বিধানসভায় আসন সংখ্যা ৯০। দুই রাজ্যেই অবশ্য এক দফাতেই ভোট হচ্ছে। দু’টি রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। হরিয়ানায় এককভাবে এবং মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করে ক্ষমতায় রয়েছে তারা। এদিন অবশ্য ঝা়ডখণ্ডের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা সর্বোচ্চ ২৮ লক্ষ টাকা ব্যয় করতে পারবে নির্বাচনী প্রচারে। প্লাস্টিক দূষণ রুখতে রাজনৈতিক দলগুলিকে অনুরোধ জানানো হয়।