দেশ

২০২১ সালে ডিজিটাল সেনসাস ভারতে

দেশের আগামী জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। পাশাপাশি তৈরি করা হবে ন্যাশানাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর। দেশের প্রতিটি নাগরিকের জন্য মাল্টিপারপাস বা বহুমুখী একটি আইডি কার্ডের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কার্ডের মধ্যে পাসপোর্ট, আধার এবং ভোটার কার্ডের সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে। একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সেই কার্ডের সঙ্গে সংযুক্তি করে, সারা দেশে হবে ডিজিটাল সেনসাস।
জানা গিয়েছে, জনগণনায় যেমন লোকের সংখ্যা গোনা হয় তেমনই এনপিআর–এ ওইসব মানুষ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এবং তা যাচাই করা হয়। দিল্লিতে একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘‌কাগজ–কলমে মানুষ গণনার দিন শেষ। ২০২১ সালের জনগণনায় একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। তার মাধ্যমে এবার ডিজিটাল সেনসাসে রূপান্তরিত করা হবে।’‌ আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি’‌র পরিবর্তে একটাই কার্ড থাকা উচিত।
১৪০ বছরের ইতিহাসে এই প্রথমবার অ্যাপের মাধ্যমে ডিজিটালি ডেটা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে এবং যাঁরা ঘরে ঘরে গিয়ে এতদিন জনগণনা করেছেন, তাঁদের এবার এই কাজের জন্যে নিজের নিজের ফোন ব্যবহার করতে উৎসাহিত করা হবে। শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। ১০ বছর পর এবার তা হবে ২০২১ সালে। তার জন্য খরচ হবে ১২ হাজার কোটি টাকা। ২০২১ সালের জনগণনায় তৈরি করা হবে এনপিআর বা ন্যাশানাল পপুলেশন রেজিস্টারও।