অর্থনীতি দেশ

১৬ দিন ব্যাঙ্ক বন্ধ দেশজুড়ে

আপনি জানেন কী জানুয়ারি মাসে প্রায় ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?‌ না জানলে জেনে নিন। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সমস্ত সরকারি ছুটি মিলিয়ে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জানুয়ারি মাসের রাজ্যভিত্তিক ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তাই এখনই নতুন মাসের ব্যাঙ্ক সংক্রান্ত কাজের পরিকল্পনা করে ফেলার জন্য গ্রাহকদের কাছে আবেদন করা হয়েছে।
প্রতি মাসে রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। জানুয়ারিতে চারটি রবিবার এবং দু’‌টি শনিবার পড়েছে। তাছাড়াও জানুয়ারি মাসে আরও ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এক ব্যাঙ্কের সঙ্গে অন্য ব্যাঙ্কের ছুটি বদলে যেতে পারে। এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধের দিনে পার্থক্য হতে পারে। এই বছর ২৬ ডিসেম্বর, সাধারণতন্ত্র দিবস, রবিবার পড়েছে।
আরবিআই সূত্রে খবর, ১ জানুয়ারি নববর্ষে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষ্যে একাধিক রাজ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে, ৫ জানুয়ারি রবিবার হওয়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে, ৭ জানুয়ারি ইমোইনু ইরাটপা উপলক্ষে মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে, ৮ জানুয়ারি জ্ঞান–নগাই উৎসব উপলক্ষে মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে, ১১ জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার, কোনও কাজ হবে না। ১২ জানুয়ারি রবিবার।
অন্যদিকে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির জেরে গুজরাটে ব্যাঙ্ক বন্ধ থাকবে, ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি/ পোঙ্গল/ মাঘ বিহু এবং টুসু পুজো উপলক্ষ্যে কর্নাটক, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, ১৬ জানুয়ারি থিরুভাল্লুভার দিবস উপলক্ষ্যে তামিলনাড়ুতে এই দিন সমস্ত ব্যাংক বন্ধ থাকবে, ১৭ জানুয়ারি উঝাভার থিরুনাল উপলক্ষ্যে তামিলনাড়ুতে ওই দিন ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে, ১৯ জানুয়ারি রবিবার। ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে ব্যাঙ্ক বন্ধ, ২৫ জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার কোনও কাজ হবে না, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস এবং ৩০ জানুয়ারি সরস্বতী পুজো।