বাংলাদেশ

“১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ”

বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার সকালে দেশটির গাজীপুর জেলা শহরে শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, পাঠ্যসূচিতে আমাদের মুক্তিযুদ্ধে গৌরবগাথা যেমন লেখা থাকবে, একই সঙ্গে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর আলবদর, আলশামস, জামায়াতে ইসলামী ও রাজাকারদের কী ভূমিকা ছিল, তাও পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হবে। ২০২০ সাল থেকে বিসিএস পরীক্ষায় ২৩ বছরের মুক্তি সংগ্রামের ওপর ৫০ নম্বর এবং মুক্তিযুদ্ধের ওপর ৫০ নম্বর, মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম।