দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী৷ এই ৩ সপ্তাহ অত্যন্ত জরুরি করোনা ভাইরাস মোকাবিলার জন্য৷ বাড়ির বাইরে আসতে পারবেন না জনতা৷ এমনই নির্দেশ দিলেন দেশের প্রধানমন্ত্রী৷ করোনা আক্রান্তদের চিকিৎসায় ১৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই টাকা খরচ হবে স্বাস্থ্য ক্ষেত্রে। ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে।
করোনা চিকিৎসার জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে নমুনা পরীক্ষা, তার পর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ৷ সেই খাতেই এতটা বড় অঙ্কের টাকা ঘোষণা করলেন তিনি৷ তাঁর কথায়, ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ ঘরের মধ্যেই থাকুন। এখন যে যেখানে আছেন, সেখানেই থাকুন।
চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের প্রয়োজনীয় জিনিসপত্রে খরচ করা হবে৷ এই অর্থে বাড়ানো হবে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ বেডের সংখ্যা৷ চিকিৎসা বিজ্ঞানের ট্রেনিং–এর জন্য খরচ হবে এখান থেকেই৷ প্রধানমন্ত্রীর বার্তা, পরস্পরের সঙ্গে দূর রাখুন। নিজের ঘরে আটকে থাকাই করোনার থেকে বাঁচার একমাত্র বিকল্প। করোনার ছড়িয়ে পড়া রুখতে হবে। শৃঙ্খলকে ভাঙতে হবে। কিছু মানুষ ভ্রান্ত ধারণায় রয়েছে, যে তাঁদের কিছু হবে না।
