বিনোদন

হোম কোয়ারেন্টাইনে গেলেন অমিতাভ বচ্চন

করোনাভাইরাস বিশ্বে নতুন আতঙ্কের নাম। ইতোমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। প্রতিটি দেশেরই সরকার এই করোনার সংক্রমণ রুখতে চেষ্টা করে যাচ্ছে, জনসমাগম হয় এমন সব কিছুর উপর নিষেধাজ্ঞা এসেছে, স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে হোম কোয়ারেন্টাইনে গেছেন। এবার জানা গেল হোম কোয়ারেন্টাইনে আছেন অমিতাভ বচ্চনও। বুধবার বিগ বি টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে দেখা যায়, তার হাতে সিল মারা। সেখানে লেখা হোম কোয়ারেন্টাইন। মহারাষ্ট্র সরকার সম্প্রতি যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, তাদের সাধারণ জনগণ থেকে চিহ্নিত করার জন্য চালু করেছে এই সিল মারার পদ্ধতি।

অমিতাভ বচ্চন তার সিলযুক্ত হাতের একটা ছবি দিয়ে টুইটারে লিখেছেন, ‘মুম্বাইতে ভোটের কালি দিয়ে হাতে সিল মারা শুরু হয়ে গেছে। নিজেকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন, শনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন।’

অমিতাভ বচ্চন করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সোচ্চার। এর আগে করোনার থাবা থেকে নিরাপদ থাকার করণীয় নিয়ে টুইটারে কবিতাও আবৃত্তি করেছিলেন। শুধু তা–ই নয়, ভক্তদের সঙ্গে যোগাযোগও আপতত বন্ধ। ভক্তদের সঙ্গে রোববার যে সাপ্তাহিক দেখা হতো নিজবাড়ি জলসার সামনে, এখন তা–ও বন্ধ।