আরোকা কুমারীর পর এবার ভারতী বাঈ। সিন্ধু প্রদেশ থেকে ২৪ বছর বয়সী এক হিন্দু তরুণীকে অপহরণ করে স্থানীয় এক মুসলিমের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ২৪ বছর বয়সী ভারতীকে বিয়ের পিঁড়ে থেকে অপহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। তার পর জোর করে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইমরান খানের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। জানা গিয়েছে, তরুণীকে প্রকাশ্য দিনের বেলায় বিয়ের মণ্ডপ থেকে গায়ের জোরে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশের মাতিয়ারি জেলার হালাতে। হিন্দু যুবকের সঙ্গে ভারতী বাঈয়ের বিয়ে দেয় তাঁর পরিবার। কিন্তু বিয়ের অনুষ্ঠান থেকে একদল দুষ্কৃতী ভারতীকে অপহরণ করে। এরপর ভারতীকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে শাহরুখ গুল নামে এক যুবক। তার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। শাহরুখও অপহরণের সঙ্গে যুক্ত ছিল।
তাঁর বাবা কিশোর দাসের অভিযোগ, মেয়ের বিয়ে হচ্ছিল স্থানীয় হালা শহরের এক হিন্দু যুবকের সঙ্গে। বিয়ে যখন মাঝপথে, তখন কয়েকজন জোর করে সেখানে ঢুকে পড়ে, ভারতীকে তুলে নিয়ে যায়। জোর করে মেয়েটির ধর্ম পরিবর্তন করে শাহরুখ গুল নামে একজনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। করাচির জমিয়ত–উল–উলম ইসলামিয়া নামে মৌলিবী সংগঠন শংসাপত্র জারি করে। সেই শংসাপত্রে ভারতীর নাম রাখা হয়েছে ‘বুশরা’। পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেছে ভারতীর পরিবার। জোর করে ধর্মান্তকরণ এবং বিয়ের অভিযোগ করা হয়।