ব্রেকিং নিউজ

হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। রবিবার তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে। ফলে কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্বিগ্নতা বেড়ে গিয়েছে।
কংগ্রেস সূত্রে খবর, সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার আমেরিকায় যেতে হয়েছে তাঁকে। কয়েকদিন পরে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে সোনিয়ার অসুস্থতার খবরে কংগ্রেস কর্মীরা উদ্বিগ্ন।
১৯৯৮ সাল থেকে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন সোনিয়া। পরে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে আসেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জেরে হঠাৎ কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দিলে ফের অন্তর্বর্তী সভানেত্রী হন সোনিয়া।
উল্লেখ্য, আগস্টের মাঝামাঝি ফের কংগ্রেসের দায়িত্বভার কাঁধে তুলে নেন সোনিয়া গান্ধী। তাঁকে অন্তর্বর্তী সভানেত্রী নির্বাচিত করা হয়। সোনিয়া গান্ধীর অসুস্থতার খবরে কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।