The Saudi authorities said that due to the Corona epidemic, the opportunity to perform Hajj from abroad is being canceled this time. Only residents of Saudi Arabia and foreigners living in the country will have the opportunity to perform Hajj. A statement from Saudi Arabia's state-run news agency said a limited number of people living in the country would now be able to perform the Hajj.
বাংলাদেশ

হজে যাওয়ার সুযোগ কমছে পদ্মাপারের

সুযোগ কমে গেল। এবার সৌদি আরবে যে হজ অনুষ্ঠিত হবে তাতে মোট এক হাজারেরও কম মানুষ অংশ নেবার সুযোগ পাবে। বলা যেতে পারে, এবারের হজটি স্রেফ প্রতীকি হতে যাচ্ছে। ভারত থেকেও কাউকে পাঠানো হচ্ছে না। এই বছর হজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে ৬১ হাজার মানুষ নিবন্ধন করেছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী টাকাও জমা দিয়েছিলেন তারা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, করোনা মহামারির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা। সৌদি আরবের সরকারি সংবাদসংস্থার এক ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে বসবাসরত খুবই সীমিত সংখ্যক মানুষ এবার হজ পালনের সুবিধা পাবেন।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পাঠানো এক বিবৃতি সূত্রে খবর, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ করার সুযোগ খুব একটা থাকছে তা নয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ বিষয়ক পরিস্থিতি জানিয়েছেন। যে এক হাজারেরও কম মানুষের অংশ নেওয়ার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।