বাংলাদেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত রাখা হল সংসদের বিশেষ অধিবেশন। মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২২ মার্চ থেকে দু’দিনের সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। ২২ মার্চ এবং ২৩ মার্চ সংসদের এই বিশেষ অধিবেশন চলবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদের কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই অধিবেশন স্থগিত করার প্রস্তাব অনুমোদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গিয়েছেন। এই নিয়ে মোট দু’জন এই মারণ ভাইরাসের বলি হলেন। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নতুন করে আরও চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখনও পর্যন্ত কোয়ারানটিনে আছেন ৫০ জন। আর হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ১৪ হাজার বাসিন্দাকে। করোনা সংক্রমণের জেরের আগে মুজিববর্ষের মহা উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সরকার।