দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে স্টান্টম্যানকে হাসপাতালে ভর্তি করালেন অক্ষয় কুমার। গুড নিউজের গান চন্ডিগড় মে মুক্তির আগে রিহার্সালের সময় ১০-১২ ফুট উপর থেকে পড়ে যান ওই সিনেমার স্টান্টম্যান। সঙ্গে সঙ্গে অক্ষয় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন।
অক্ষয় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, এরপর তাকে ওই এয়ার অ্যাম্বুলেন্সে করেই মুম্বাইয়ে নিয়ে এসে ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্টান্টম্যানের চিকিৎসার সময় অক্ষয় কুমার মুম্বাইয়ে হাজির হতে পারেননি। শুটিংয়ের জন্য তিনি হায়দরাবাদেই রয়েছেন। কিন্তু সেখানে থেকেই ওই ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত সমস্ত খোঁজ নিয়ে, উপযুক্ত ব্যবস্থা অক্ষয় করে দিচ্ছেন।