বিনোদন

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার কড়া স্ট্যাটাস

তিনি এখন যেমন ভরতীয় নাগরিক, নাম পাল্টে গেলেও তাই থাকবেন। প্রতিদিন খেটে এখন যেমন তিনি নিজের খাবার জোগাড় করছেন, নাম পাল্টে গেলেও করবেন সেই একই কাজ। সম্প্রতি এভাবেই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেন। স্বস্তিকার ওই স্ট্যাটাসে ইনস্টাগ্রামে কার্যত শোরগোল পড়ে যায়। সোশ্যাল সাইটে মতবাদ প্রকাশের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন নায়িকা। প্রকাশ্যে আসার পরই অভিনেত্রীর ওই সোশ্যাল স্ট্যাটাস হু হু করে ভাইরাল হয়ে যায়।

স্বস্তিকা সেই পোস্টে লেখেন, ‘আমার নাম স্বস্তিকা মুখার্জি। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এ দেশের নাগরিক। এ দেশ আমার। এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ। আরো সহস্র কোটি মানুষের মতই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না।’

প্রকাশ্যে আসার পর স্বস্তিকার এই স্ট্যাটাস ঘিরে শুরু হয় বিতর্ক ও সমালোচনা। নেটিজেনদের একাংশের তরফ থেকে তাকে জোরদার কটাক্ষ করা হয়। যদিও কটাক্ষ বা সমালোচনা, কোনো কিছুকেই অভিনেত্রী গায়ে মাখেননি। তবে স্বস্তিকার ওই স্ট্যাটাস দেখে কেউ কেউ প্রশংসাও করেন।