বিনোদন

সেলেনার চমক

নিজের গানের জাদুতে সারা বিশ্বের শ্রোতা-দর্শকদের অনেক আগেই বশ করেছেন সেলেনা গমেজ। সেই সঙ্গে গানের সঙ্গে তার দুর্দান্ত পারফরমেন্সেও প্রশংসিত হয়েছে বার বার। প্রতিটি গানেই তাকে আবেদনময়ী রূপে হাজির হতে দেখা যায়। গত বছর প্রকাশ হয়েছে তার সর্বশেষ গান ‘ব্যাক টু ইউ’।এক বছরের ব্যবধানে এবার নতুন গান-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন এ সংগীত তারকা। এরইমধ্যে গানটির ভিডিওর শুটিংও করেছেন। এবারের ভিডিওতে সেলেনাকে আরো আবেদনময়ী রূপে দেখা যাবে। শুধু তাই নয়, ভিডিওর একটি দৃশ্যে নগ্ন হয়েও ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। এবারই প্রথম সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। আরো নানা চমকে ভরপুর থাকবে সেলেনার নতুন গানটি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে গানটির সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সেলেনা বলেন, এখানে একদম হট সেলেনাকেই আবিস্কার করতে পারবেন দর্শক। গানের অডিও-ভিডিওতে থাকবে অনেক চমক। সে বিষয়ে এখনই বলতে চাই না। সময় হলেই সবাই জানবেন।