টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার স্কটল্যান্ডের ডান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জয় পায় আয়েশা-সানজিদারা। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। বৃষ্টি বাধায় ১৭ ওভারে নেমে আসা দৈর্ঘ্যের ম্যাচে ১৬ রানের মাথায় ওপেনার সানজিদা ইসলামকে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার মুরশীদা খাতুন ফিরে যান দলীয় ৪৭ রানে। তিনে নেমে নিগার সুলতানা ৩৭ বলে ৩৫ রান করে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন। বাংলাদেশ ৪ উইকেটে ১০৪ রান তোলে। বৃষ্টির কারণে স্কটিশদের ইনিংস আরও ছোট হয়ে ৮ ওভারে নেমে আসে। ৮ ওভারে ৬৩ রানের লক্ষ্য শেষ পর্যন্ত তাদের জন্য কঠিনই হয়ে পড়ে। ৮ ওভার খেলে ৬ উইকেটে ৪৯ রান তোলে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজা তুল কুবরা। ম্যাচসেরা হন বাংলাদেশ দলের নিগার সুলতানা।
সম্পর্কিত খবর
করোনা সংক্রমণ কমেছে বাংলাদেশে
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের খবর মেলে গত ৮ মার্চ। আর ১৮ মার্চ অর্থাৎ প্রথম আক্রান্তের ১০ দিনের মাথায় প্রথম একজনের মৃত্যু হয়। রমজানের ঈদের পর থেকে আক্রান্তের সংখ্যা গতি পায়। রমজানের ঈদের পর ১০ থেকে ১২ হাজার জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা।
রোহিঙ্গাদের আর বাংলাদেশে আশ্রয় নয়
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এবার দেশের মানুষকে বাঁচাতে কড়া পদক্ষেপ করল বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৮ সালে মায়ানমার সেনাদের নির্যাতনের মুখে পড়ে নাফ নদী পেরিয়ে প্রায় ২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। হৃদয়বান বাংলাদেশ তখন তাদের আশ্রয় দেওয়া হয় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলে। ২০১৭ সালে এখানে যোগ দেয় আরও ৯ লাখ রোহিঙ্গা।
রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সালটা ২০১৭ সালের ২৫ আগস্ট। মায়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা থেকে রেহাই পেতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নেয়।