মানুষ মানুষের জন্য। কথাটা থাকলেও ক’জন তা পালন করেন। কিন্তু এই কথার মতোই কাজ করে দেখালেন জওয়ানরা। তুষারপাতের জেরে উপত্যকায় যাতায়াত করা কার্যত মুশকিল। অথচ অসম্ভব প্রসব যন্ত্রণায় শামিমাদের পরিবারে তখন ছুটোছুটি লেগে গিয়েছে। কীভাবে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হবে গর্ভবতী মহিলাকে, তা বোঝা যাচ্ছিল না। তখন এগিয়ে আসেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। মানবতার অনন্য নজির সৃষ্টি করে টানা চার ঘণ্টা ধরে বরফের মধ্যে দিয়ে হেঁটে হাসপাতালে পৌঁছে দেন অন্তঃসত্ত্বাকে। সেই ভিডিও পোস্ট করা হয়েছিল ভারতীয় সেনার চেনার কর্পসের টুইটার অ্যাকাউন্টে। আর সেনা দিবসে সেই ভিডিও ফের শেয়ার করে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও–তে দেখা যায়, স্থানীয়ভাবে তৈরি করা একটি স্ট্রেচারে বরফের মধ্যে দিয়ে ওই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে। ১০০ জন সেনা জওয়ান এবং ৩০ জন নাগরিকের সাহায্যে হাসপাতালে পৌঁছন অন্তঃসত্ত্বা। সন্তানের জন্মের পর সুস্থ রয়েছে মা ও শিশু। অ্যাম্বুল্যান্সের চেষ্টা করা হলেও তুষারপাতের কারণে তা সম্ভব হয়নি। মহিলা ও সন্তানের প্রতি কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
সেনাদিবসে ওই ভিডিও রিটুইট করে প্রধানমন্ত্রী লেখেন, বীরত্ব ও পেশাদারিত্বের জন্য পরিচিত আমাদের সেনা। একইভাবে মানবিকতার জন্যও সম্মানিত তারা। আমি সেনার জন্য গর্বিত। শামিমা ও তাঁর সন্তানের জন্যও শুভকামনা করেছেন প্রধানমন্ত্রী।
