লিড নিউজ

সেনাবাহিনীতে এবার সামরিক কমান্ড, প্রস্তুতি শুরু

সামনের তিন বছরের মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে বদলে ফেলে নতুন ধাঁচে তৈরি করা হবে। চিফ অফ ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘‌সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনাকে একসূত্রে গেঁথে গড়া হবে সামরিক কম্যান্ড।’‌ এতে ব্যয় সংকোচন হবে। লোকবলের ব্যবহার এবং সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত বাহিনী হিসাবে লড়াই করা নিশ্চিত হবে। ভারতের সামরিক বাহিনীর ইতিহাসে এটি বৃহত্তম পুনর্গঠন হবে বলে দাবি করেন তিনি।
কতগুলি কমান্ড তৈরি হবে?‌ তিনি জানান, একটি ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড, নেপাল–লাদাখ সীমান্তের জন্য নর্দার্ন কম্যান্ড, জম্মু–কাশ্মীরের জন্য একটি পৃথক থিয়েটার কম্যান্ড, নেপালের পূর্ব দিকে সীমান্তবর্তী এলাকাগুলির জন্য একটি ইস্টার্ন থিয়েটার কম্যান্ড তৈরির প্রস্তাব রয়েছে। আরও বেশ কয়েকটি কমান্ড তৈরি হবে। যা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জানা গিয়েছে, পাকিস্তান–চীনের সঙ্গে স্থলসীমান্ত জুড়ে থাকা কম্যান্ডগুলি ছাড়াও ভারতের নৌবাহিনীর অধীনে একটি পেনিনসুলা কম্যান্ড, ভারতীয় বায়ুসেনা বাহিনীর অধীনে একটি এয়ার ডিফেন্স কম্যান্ড, স্পেস কম্যান্ড এবং একটি মাল্টি–সার্ভিস লজিস্টিক কমান্ড ও একটি ট্রেনিং কমান্ড থাকবে।