বিনোদন

সৃজিত-মিথিলার বিয়ে

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মিথিলা। অনেক দিন থেকেই তাদের প্রেমের খবর আলোচিত হচ্ছে। মিথিলার পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে সৃজিত মুখার্জি আর মিথিলার বিয়ের সম্ভাবনা আছে। এছাড়াও টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী বছর ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন সৃজিত মুখার্জি ও মিথিলা। সৃজিত আর মিথিলাকে সর্বশেষ একসাথে দেখা গেছে বাংলাদেশে। দেশটির রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফোক ফেস্টে তারা উপস্থিত ছিলেন। এর আগে কলকাতায় দুর্গাপূজায় অষ্টমীর দিন তারা একসঙ্গে ঘুরেছেন। তাদের সেসব ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। বহুদিন ধরেই নির্মাতা সৃজিতের সঙ্গে মিথিলার প্রেমের কথা শোনা যাচ্ছিল। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন।