বিনোদন

সৃজিত-মিথিলার বৌভাতে তারার মেলা

গতবছর ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে হয়ে গেল বৌভাত। ২৯ ফেব্রুয়ারি স্বভূমির রাজকুটিরে বসে ছিল সৃজিত ও মিথিলার বৌভাতের আসর।

বিয়ের দিনের মতোই বৌভাতেও লাল শাড়িতেই সেজেছিলেন মিথিলা। সঙ্গে ছিল মানানসই গয়না। স্ত্রীর সঙ্গে ম্যাচিং সাদা ডিজাইনার পাঞ্জাবি ও মেরুন ধুতি পরেছিলেন সৃজিত। তাদের সঙ্গে মিলিয়ে মেয়ে আইরাকেও লাল রঙের পোশাক পরানো হয়েছিল।

সৃজিত-মিথিলার রিসিপশন উপলক্ষে এদিন স্বভূমির রাজকুটিরে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, গার্গী রায় চৌধুরীসহ টলিপাড়ার প্রায় বেশিরভাগ তারকাই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।