২০১৯ সালের শেষ দিন আত্মপ্রকাশ ঘটল ডিজিটাল ফেলুদার। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এর সৌজন্যে সত্যজিত্ রায়ের অনন্য সৃষ্টি ফেলুদা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ গল্পটি বেছে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে পরিচালক স্বয়ং সেই ছবির ফার্স্ট লুক সামনে আনলেন। বড় পর্দায় ফেলুদা ছবিতে টোটা রায়চৌধুরিকে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও, সৃজিতের ছবিতে নতুন ফেলুদা তিনি। নবাগত কল্পন মিত্রকে দেখা যাবে তোপসের ভূমিকায়। আর জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করবেন, যিনি জনপ্রিয়তা পেয়েছেন একেন বাবু নামেই।
শুধুমাত্র ছিন্নমস্তার অভিশাপই নয়, এই ওয়েব সিরিজের জন্যে সৃজিত বেছে নিয়েছেন আরও একটি গল্প- যত কাণ্ড কাঠমাণ্ডুতে। আর এটি হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ।