বিনোদন

সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’ এর টিজার প্রকাশ

পরিচালক সৃজিত মুখার্জি নিয়ে এলেন ‘বাইশে শ্রাবণ’র সিক্যুয়েল। এখনও পর্যন্ত যতগুলি থ্রিলার তিনি বানিয়েছেন তার মধ্যে ‘বাইশে শ্রাবণ’র মতো সুপার ডুপার হিট কোনওটিই ছিল না। আট বছর পর পাকড়াশী আর অমৃতারূপে পরমব্রত ও রাইমাকে আবারও বড় পর্দায় দেখা যাবে।
ঠিক যেখানে ‘বাইশে শ্রাবণ’ শেষ হয়েছিল ‘দ্বিতীয় পুরুষ’ সেখান থেকেই শুরু। রাইমা সেন আর পরমব্রত চট্টোপাধ্যায় একই রকম লুকে থাকবেন। শনিবার (১৪ ডিসেম্বর) ছবির টিজার এবং লুক প্রকাশ্যে আসার পর দেখা গেল আবির চট্টোপাধ্যায়ও একই রকম রয়েছেন। তবে এবার টিমে নতুন সংযোজন অনির্বাণ ভট্টাচার্য, ঋতব্রত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ। অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গৌরব চক্রবর্তী। এই প্রথম অনির্বাণ ভট্টাচার্য এবং ঋতব্রত মুখোপাধ্যায়কে বেশ অন্যরকম লুকে দেখা গেল। যা দেখলে চমকে যাবেন দর্শক।

এক ঝলক টিজারে শোনা গেল কবিগুরুর সেই বিখ্যাত লাইনটিও…‘ফিরিবার পথ নাহি, দূর হতে দেখ চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়’। দ্বিতীয় পুরুষ জুড়েও যে টানটান উত্তেজনা থাকবে তা টিজার দেখেই অনুমেয়।