মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালের ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক নেনেকে বিয়ে করেন। এ দম্পতি গত বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র সিসিলিসে ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। দেখতে দেখতে তারা স্বপ্নের মতো ২০ টি বছর কাটিয়ে দিলেন।
ফেসবুকে মাধুরী তার স্বামী নেনেকে ৪ টি ছবি ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে ২০ বছর আগের কথা। এই দিনে আমরা স্বর্গীয় এক বন্ধনে আবদ্ধ হলাম। তোমাকে আমার জীবনে পেয়ে আমি সুখী। তুমি কেবল আমার জীবনসঙ্গী নও, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার আত্মার আত্মীয়। শুভ বিবাহবার্ষিকী ডাক্তার শ্রীরাম নেনে।’
এদিকে ২০তম বিবাহবার্ষিকীর দিনে স্বামীকে চুমু খাওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মাধুরী লিখেছেন, ‘সারা জীবনের আত্মার সঙ্গী।’ সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। এখন পর্যন্ত ৫ লাখ ৮৫ হাজার মানুষ ছবিটি পছন্দ করেছেন। এই দম্পতির দুই ছেলে রায়ান ও আরিন।