গাড়ির উপর ধস নামায় মর্মান্তিক পরিণতি হল বাঙালি পর্যটক দলের। সিকিমে ঘুরতে গিয়ে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হল এই বাঙালি পর্যটক দলটিকে। জুলুক থেকে পেলিং ফেরার পথে খাদে পড়ল বাঙালি পর্যটকদের গাড়ি। এই ভয়ংকর ঘটনায় গাড়ির চালক–সহ এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও আরও এক পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অন্য সূত্রে। আটজন বাঙালি পর্যটক গুরুতর আহত হয়ে সিকিমের রংলি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার বিকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব সিকিমের কিউ খোলায়। গাড়িতে ছিল ১০ জনের একটি দল। দুর্ঘটনার ফলে গাড়িচালক সূরজ ছেত্রী–সহ দুই পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও ৮ জন। পর্যটকদের সকলেই কলকাতার বাসিন্দা। দোলের ছুটিতে গত ৫ তারিখ তাঁরা সকলেই সিকিম বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার তাঁরা গাড়িতে করে সিকিমের জুলুক থেকে পেলিং যাচ্ছিলেন। আর তখনই রাস্তায় ধস নামলে রংপোর লিংটামে খাদে পড়ে যায় তাঁদের গাড়ি।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার ফলে ঋষিপ্রিয়া ঘোষ (১৩) নামে এক কিশোরী ও ঝরনা সাহা (৪৮) নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। আহতদের রংলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটকরা কলকাতার মুরারিপুকুর ও উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই দলে এক শিশুও রয়েছে বলে খবর। গোটা ঘটনায় শোকের ছায়া। পর্যটকদের পরিবার ও প্রতিবেশীরা গভীর দুশ্চিন্তায় রয়েছেন। যাঁরা আহত হয়েছেন, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার আর্জিও জানিয়েছেন তাঁরা।