এতদিন শোনা যেত দুই বোনে একদমই বনিবনা নেই। কাজল এবং রানি মুখোপাধ্যায়কে পুজোর মণ্ডপেও কখনও একসঙ্গে দেখা যায়নি। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম। এবারের দুর্গা পুজোয় প্রায় প্রতিদিনই তাঁদের একসঙ্গে হাসিমুখে দেখা গেল। কখনও মাতলেন অন্যান্য ভাইবোনদের সঙ্গে আড্ডায়, আবার কখনও মেটালেন চিত্র সাংবাদিকদের আবদার। দশমীতেও দুই বোন একসঙ্গে মেতে উঠলেন সিঁদুর খেলায়। তাঁদের সঙ্গী হলেন কাছের বন্ধু করণ জোহর।
