ব্রেকিং নিউজ

সাতজন জঙ্গি ঢুকল ভারতে

আগামী ১৭ নভেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে অযোধ্যা মামলার রায়। সুপ্রিম কোর্টের এই রায়ের আগে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করলেন ইনটেলিজেন্স ব্যুরোর অফিসাররা। কারণ নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে সাত জঙ্গি ঢুকে পড়েছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। এই ইনপুট মিলতেই জারি করা হয়েছে উচ্চ–সতর্কতা।
দেশের গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সাত সদস্য নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে। এই সাত জঙ্গি বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে বলে খবর। উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যা জেলায় এরা আত্মগোপন করে রয়েছে বলে খবর মিলেছে। উত্তরপ্রদেশে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা চালাতে এরা প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। তাই যোগীর রাজ্যের প্রশাসনকে সতর্ক নোট পাঠানো হয়েছে বলে এক সূত্রের খবর।
এমনকী এই সাতজন জঙ্গির তালিকাও গোয়েন্দাদের হাতে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে এই সাত জনের মধ্যে পাঁচজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই পাঁচ জঙ্গি হল–মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাবাজ, নিসার আহমেদ এবং মহম্মদ কৌমি চৌধুরি। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সীমান্তবর্তী নারওয়াল জেলায় জঙ্গি প্রশিক্ষণের কথা জানতে পারেন গোয়েন্দারা। এই নারওয়ালেই রয়েছে করতারপুর সাহিব গুরদ্বোয়ারা।