নতুন এক সংকটে বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। দেশটির টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে ব্যক্তিগত বাণিজ্যিক (এনডোর্সমেন্ট) চুক্তি করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন তিনি। যে কোনো বাণিজ্যিক চুক্তির আগে জাতীয় দলের ক্রিকেটারদের বোর্ডের অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। টেলিকম কোম্পানির ক্ষেত্রে সেটা আরও বেশি কড়াকড়ি। টেলিকম কোম্পানি ‘রবি’ জাতীয় দলের স্পন্সর হওয়ার পর এই নিয়ম চালু করেছিল বিসিবি। কিন্তু রবি চুক্তি বাতিল করে বিসিবির সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন করলেও ক্রিকেটারদের ফাঁদে ফেলার প্রবণতাটুকু রয়েই গেছে। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই ইস্যুতে সাকিবকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। তবে তার বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। সূত্র জানায়, সাকিবের বিষয়টি নিয়ে তার কাছে শনিবারই ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
মাঠে নামা ছাড়া আর কিছুই ভাবছেন না সাকিব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছেন না নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে।
র্যাঙ্কিং থেকে বাদ সাকিব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সিরিজের আগেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে থাকা সাকিব আল হাসান তালিকাতেই নেই!