বিনোদন

সমালোচনার মুখে লোপেজ

গান ও ভিডিওতে আবেদনময়ী উপস্থাপনার মাধ্যমে অনেক আগেই কোটি শ্রোতা-দর্শকদের মন জয় করেছেন জেনিফার লোপেজ। এর বাইরেও মাঝেমধ্যে তিনি বিভিন্ন কাণ্ড ঘটিয়েও খবরের শিরোনাম হয়েছেন। এ পপ তারকার বয়স এখন ৫০। কিন্তু তার আবেদন যেন বাড়ছেই দিন দিন। শরীর ফিট রাখতে দিনে কমপক্ষে তিন ঘণ্টা সময় তিনি জিমে কাটান। সম্প্রতি লোপেজ নিজের জিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে নিজের অ্যাবসের সৌন্দর্য প্রদর্শন করছেন তিনি! কিন্তু এ ছবি প্রকাশের পর গায়িকা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন। প্রশংসার পাশাপাশি তিনি অনেক সমালোচনার মুখেও পড়েছেন। সেই সমালোচনার জবাবও দিয়েছেন লোপেজ । তিনি বলেন, আমি আমার শরীর সম্পর্কে অনেক সচেতন। সেটা নতুন করে বলার কিছু নেই। সেই শুরু থেকেই আমি শরীর ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন আরো বেশি সময় জিমে কাটাই আমি। কারণ আমার কাছে শরীর ফিট রাখা সবচাইতে বড় বিষয়। আর সে কারণে অন্যদের উৎসাহিত করার জন্যই আসলে আমার অ্যাবসের ছবি দিয়েছিলাম। এটা নিয়ে যে সমালোচনাও হতে পারে তা আমার জানা ছিল না। যদিও এসবকে আমি পাত্তা দেই না। সত্যি বলতে শরীর দেখাতে পছন্দ করি আমি। আমি মনে করি আমাকে দেখে অনেকেই শরীর ফিট রাখতে উৎসাহিত হবেন। আর সেটাই হবে আমার সার্থকতা।