কাঞ্চনের জীবনে আরেকবার নতুন বসন্ত। অভিনেতা কাঞ্চন মল্লিকের সংসারে এলেন শ্রীময়ী চট্টরাজ।
আইনি বিয়ে সারা। ভ্যালেন্টাইন দিবসে তৃতীয়বার কাগুজে বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক। পাত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক। দ্বিতীয় বিয়ে থেকে ডিভোর্স পেয়েছেন সদ্য, জানুয়ারি মাসে। ফেব্রুয়ারিতেই সই-সাবুদ। ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে।
প্রসঙ্গত, ২০২১ সালে কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের কথা প্রথম সামনে আনেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়। কিন্তু বিষয়টি রীতিমতো উড়িয়ে দেন কাঞ্চন-শ্রীময়ী দুজনেই। তাঁরা সবসময় নিজেদের ভাই-বোন বলে পরিচয় দিয়েছিলেন। কাঞ্চনকে কখনও দাদা আবার কখনও গুরু এই বলেই শ্রদ্ধা করেন বলে জানিয়েছিলেন শ্রীময়ী। কিন্তু যা রটে, তা কিছুটা হলেও তো বটে! গতমাসেই পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়ে যায় কাঞ্চনের। আর বিচ্ছেদ হওয়ার এক মুহূর্ত অপচয় না করে ৩৫ দিন পরেই আইনী বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী। ৬ মার্চ সামাজিক মতে বিয়ের কথা কাঞ্চন-শ্রীময়ীর।