লক্ষ্মীবারেই বিধ্বংসী পতন শেয়ারবাজারে। হুহু করে পড়েছে সেনসেক্স আর নিফটি। বৃহস্পতিবার বাজারে লেনদেন শুরু হতেই ১৮০০ পয়েন্ট পতন হল সেনসেক্সে। সূচকের পতনের জেরে নিফটি চলে যায় ১০ হাজারের নিচে। নিফটি পড়ে ৪৭০ পয়েন্ট। নিফটি গিয়ে দাঁড়ায় ৯৯৮৮.০৫। ১৮২১ পয়েন্ট পতনের জেরে সেনসেক্স দাঁড়ায় ৩৩৮৭৬.১৩ পয়েন্টে।
দু’টি ঘটনাকে কেন্দ্র করে শেয়ারবাজারের এই বড় পতন বলে মনে করা হচ্ছে। এক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে উৎপত্তি হওয়া রোগ কোভিড–১৯ কে বিশ্ব মহামারির আখ্যা দিয়েছে। দুই, ইউরোপের বাসিন্দাদের আমেরিকা ভ্রমণের ওপরে এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই কারণেই এমন পতন দেখছে শেয়ারবাজার। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই শেয়ারবাজার বিধ্বস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রেও শেয়ার বাজারে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে।
হোলির আগের দিনও বড় পতন দেখা গিয়েছিল শেয়ারবাজারে। করোনা ভাইরাসের জেরে বিশ্ব অর্থনীতিতে মন্দা। আজ রীতিমত ধস নামার ভঙ্গিতে সেনসেক্স পতন দেখা যায়। সেদিন শেষ পর্যন্ত ১৯০০ কিছু পয়েন্ট পতনে বন্ধ হয় শেয়ারবাজারের লেনদেন। তবে একটা সময় ২৪০০ পয়েন্ট পড়ে গিয়েছিল শেয়ারবাজার। এই আবহেই কিন্তু বিশ্বের মতো ভারতেও হুহু করে বেড়েছে সোনার দাম।
ইয়েস ব্যাঙ্ক ও করোনাভাইরাসের জেরেই ধাক্কা খেয়েছে শেয়ারবাজার। গত সপ্তাহের বৃহস্পতিবারই বড় ধাক্কা খেয়েছিলেন ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা। যার জেরে ব্যাঙ্কিং ক্ষেত্রে বিনিয়োগকারীরা ভরসা হারাতে শুরু করে। আবার বড় পতন শুরু হল বাজারে। বাজার খুলতেই ১৪০০ পয়েন্ট পড়ে যায় সূচক। ইয়েস ব্যাঙ্কের বাজার দরে ধসের পাশাপাশি এসবিআই, ইন্দাসইন্দ ব্যাঙ্কেও ১০ শতাংশ করে পতন লক্ষ্য করা যায়।