শিশুর ঘুমের মধ্যে হাসি খুব সহজ একটি বিষয়। শিশুরা ঘুমের মধ্যে হাসে, কাঁদে বা মুখ নাড়ে যা খুব স্বাভাবিক প্রক্রিয়া।
শিশুদের ঘুমের মধ্যে হাসির প্রথম ও প্রধান কারন হলো ঘুমিয়ে স্বপ্ন দেখা। বড়দের মত শিশুরাও ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকে। শিশুরা যখন স্বপ্নে ভালো বা মজার কিছু দেখে তখন হাসে আবার খারাপ কিছু বা ভয়ের কিছু দেখলে কাঁদে। শিশুর বিচিত্র স্বপ্নের মধ্যে কাছের লোক যেমন মা বাবা এদের নিয়ে বেশি স্বপ্ন দেখে। চেনা মুখগুলো যখন স্বপ্নে ভেসে ওঠে তখন শিশুরা একটি পরিচিত জায়গার খোঁজ পায়। আর তাকে কেন্দ্র করেই স্বপ্নে বিভিন্ন কিছু ভেসে ওঠে। স্বপ্নের কিছু কিছু ঘটনা শিশুর মনকে খুব আন্দোলিত করে। যার কারণে শিশুর মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে। ঘুমের মধ্যে শরীরে হাতের স্পর্শে শরীরে সুড়সুড়ি অনুভব হলে শিশুরা অনেক সময় হাসতে শুরু করে। শিশুদের নরম শরীরে হালকা কিছুর স্পর্শ লাগলেই শিশুরা এক ধরণের সুড়সুড়ির অনুভব করে থাকে। ফলে শিশুদের মুখ হাসি হাসি হয়ে উঠে।