আজ ২ নভেম্বর শাহরুখ খান ৫৪ বছরে পা রাখলেন। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে। সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শুক্রবার রাত ১২টার কিছু আগে থেকেই শাহরুখের বাড়ির (মান্নত) সামনে যেন তিল ধারণের জায়গা নেই। রাত যতো বেড়েছে ততই বেড়েছে ভিড়। তার অনুরাগীরা মান্নত-এর সামনেই কেক কেটে প্রিয় তারকার জন্মদিন সেলিব্রেট করেছেন। তবে পশ্চিম বাংলার সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে শাহরুখের। রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর’ তিনি। তাই জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাকে চার্মিং ব্রাদার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। টুইটারে একটি ছবি পোস্ট করে মমতা লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, শাহরুখ @iamsrk। সুস্থ থেকো, ভালো থেকো। জীবনে আরো অনেক উন্নতি করো। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। তোমার ছবি যেন ভবিষ্যতেও আমাদের মন জয় করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ #KIFF2019 এ দেখা হবে। প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর রয়েছে ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখী গুলজারের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও।
সম্পর্কিত খবর
শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী
পথে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল ভিনরাজ্যের ২৪ জন শ্রমিকের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্নাটকে নিহতদের ক্ষতিপূরণ মমতার, আন্দোলন চলবে
আজ ফের কলকাতা শহরে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল শেষে সভামঞ্চ থেকে ফের ঘোষণা করলেন, সিএএ–এনআরসি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। জীবন দিয়েও অধিকার রক্ষার আন্দোলন চলবে। হুমকি, বাধার পরও নাগরিক আইন বিরোধী আন্দোলনের জন্য দেশের ছাত্র–যুব সমাজকে কুর্নিশ জানান তৃণমূল নেত্রী। পড়ুয়াদের নিশানা করলে দেশের মানুষ ভালভাবে নেবে না […]
বিধানসভায় স্মরণ করা হল বঙ্গবন্ধুকে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হল রাজ্য বিধানসভা এবং পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও। বঙ্গবন্ধুর ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও মুজিবরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজ্য বিধানসভায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় […]