কোনো একটা অনুষ্ঠানে নাকি বলিউড বাদশা শাহরুখ খানের ওপর বিরক্ত হয়েছিলেন জয়া বচ্চন। শুধু তাই নয়, শাহরুখ খানকে চড়ও মারতে চেয়েছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী। বাজে মেজাজের তারকা হিসেবে জয়া বচ্চনের পরিচয় আছে। বলিউডে কেউ তার সাত পাঁচে যেতে রাজি নন। সবসময়ই রাগের মেজাজে থাকেন বলেও মজা করা হয় তাকে নিয়ে। সেই জয়া একবার শাহরুখের ওপর ক্ষেপে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজ মুখেই স্বীকার করেছেন অভিনেত্রী।
কিন্তু কেন শাহরুখকে চড় মারতে চেয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ২০০৮ সালে ক্যাটরিনার জন্মদিনের পার্টি ছিলো। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ার ছেলের বউয়ের সাবেক প্রেমিক সালমান খান ও অভিনেতা শাহরুখ খান। অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে নিয়ে শাহরুখ আজেবাজে মন্তব্য করেছিলেন। এ প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, ‘অনুষ্ঠানটি যদি তখন আমার বাড়িতে হতো তাহলে আমি শাহরুখকে চড় মারতাম। ঠিক যেমনটা আমি আমার ছেলের ক্ষেত্রেও করতাম। পুরুষ সবসময় নারীকে সম্মান করবে এটাই আশা করি আমরা। যদিও শাহরুখ সেটা করে বরাবরই। তবে ওইদিন সে বেশি মজা করে ফেলেছিলো।’ যোগ করে জয়া বচ্চন আরও বলেন, ‘তবে বিষয়টি নিয়ে শাহরুখ খানের সঙ্গে আলোচনা করার সুযোগ পাচ্ছিলাম না। একটা সময় সেটি ঠিকই পেয়ে যাই। কিন্তু খুব বেশি কিছু বলতে পারিনি তাকে। কারণ ওকে আমি খুব পছন্দ করি। বচ্চন বাড়িতে শাহরুখ সবসময়ই পুত্রের মতো। ওর প্রতি আমার ও আমাদের পরিবারের সবার দুর্বলতা আছে।’