অভিনেত্রী জুহি চাওলা ভিন্নভাবে শাশুড়ির জন্মদিন পালন করে চমক লাগিয়েছেন। বিশেষ সেই দিনে জুহি চাওলার নেয়া সেই বিশেষ উদ্যোগটি সবার কাছেই প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। শাশুড়ি সুনয়নার জন্মদিন পালন করতে জুহি চাওলা ১ হাজার চারাগাছ লাগিয়েছেন।
ইন্সটাগ্রামে বিষয়টি জুহি নিজেই জানিয়েছেন। সম্প্রতি শাশুড়ির একটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে জুহি লিখেছেন, ‘আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ১ হাজার চারাগাছ লাগালাম। স্রষ্টার কৃপা কামনা করি। যখনই আমার মনে হয়েছে আমার পৃথিবী ফুরিয়ে আসছে, তখনই আমার পাশে সবসময় থাকতেন তিনি।’
জুহির সেই ইনস্টাগ্রামের পোস্ট দেখে অনেকেই বলছেন, গাছ লাগিয়েও যে কারও জন্মদিন পালন করা যেতে পারে তা দেখে তারা খুব অবাক হয়েছেন। পরিবেশবিদরাও বিষয়টির ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, এমন উদ্যোগ সত্যি চমকপ্রদ ও অভিনব। পরিবেশ রক্ষায় জুহির এ উদ্যোগ নজিরবিহীন। এমন উদ্যোগ যদি জুহির ভক্তরাও নেন তাহলে পৃথিবী আবার ভালো করে নিঃশ্বাস নিতে পারবে। মানুষ বাঁচবে।