হাওড়ার শালিমার স্টেশনে ভেঙে পড়ল একটি শেড। শেডের তলায় চাপা পড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে খবর। দক্ষিণ–পূর্ব রেলের শালিমার স্টেশনে নতুন শেড তৈরি হচ্ছিল। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মান শেড। তার জেরে ওভারহেডের তার ছিঁড়ে যায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং রেল কর্তারা।
স্থানীয় সূত্রে খবর, শেড ভেঙে পড়ায় ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেই তারে লেগেই একজন বিদ্যুত্স্পৃষ্ট হন। শেডের নিচে চাপা পড়ে অনেকে আহত হয়েছেন। তাঁরা সবাই শ্রমিক বলে খবর। শেডের তলায় তাঁরা কাজ করছিলেন। ধ্বংসস্তুপের নিচে মোটর বাইক ও সাইকেলও চাপা পড়েছে। শালিমারে স্টেশনে শেড তৈরির কাজ করছিল ঠিকাদার সংস্থা ইরকন। এই ঘটনায় নির্মাণকারী সংস্থার কোনও গাফিলতি রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে রেল পুলিশ। শ্রমিকদের মাথায় কোনও হেলমেট ছিল না বলেও অভিযোগ উঠছে।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ১৬ জনের। দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজটি ভেঙে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আর তা থেকেই ঘটে বিপত্তি।
