বিজ্ঞান-প্রযুক্তি

ল্যাপটপ সংকটে গুগল কর্মীরা

লকডাউনের মধ্যে বাসা থেকে কাজের ক্ষেত্রে কর্মীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তেমনি এক কোম্পানি বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগলে ল্যাপটপ সংকট দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের প্রকাশিত এক অভ্যন্তরীণ রিপোর্টে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান সুন্দর পিচাই জানান, কর্মীদের বাসায় কাজের জন্য ল্যাপটপ সরবরাহ সীমিত করা হয়েছে। আর গুগল কর্মীদের ল্যাপটপে যে আপগ্রেডে পৌঁছানোর কথা ছিল তাও বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলে রিমোট ওয়ার্কিং (দূর থেকে কাজ) এর জন্য প্রয়োজনীয় অফিস সরঞ্জামাদি এখনও প্রস্তুত নয়। তবে কর্মীদের জন্য যথাসম্ভব ল্যাপটপ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে গুগল। কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের জন্য ল্যাপটপ দেওয়া সম্ভব নয়।

সিএনবিসির রিপোর্ট অনুযায়ী, করোনাকালে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গুগলে খণ্ডকালীন ও চুক্তিকে কাজ করা কর্মীরা।