সামনেই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ। তার আগেই সন্ত্রাসবাদী হামলার শিকার হতে পারে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার জঙ্গিদের হিটলিস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম উঠল। তাঁকেই এবার টার্গেট করেছে জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা। এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উঠেছে জঙ্গিদের তালিকায়। নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে খবর।
লস্কর–ই–তৈবার পাঠানো একটি চিঠিতে ভারতের অধিনায়ককে নিয়ে হুমকি দেওয়া হয়েছে। ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি–২০ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিল কোঝিকোড় ভিত্তির সন্ত্রাসবাদী সংগঠন অল ইন্ডিয়া লস্কর–ই–তৈবা। গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার প্রতিশোধ নিতেই ভারতের ওপর হামলার ছক কষেছে জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা। সেখানে ঠিক করা হয়েছে ভারতের এখন সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলি। তাই তাঁর ওপর হামলা করলে টনক নড়বে ভারতের।
এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ’র দপ্তরে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে বিসিসিআই–কে সতর্ক করেছে এনআইএ। এরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর। কিন্তু কেন টিম ইন্ডিয়ার অধিনায়ককে মারার ছক? গোয়েন্দারা জানতে পেরেছেন, ভারত অধিনায়কের ওপর প্রাণনাশের হামলা হলে সেটা হবে গোটা দেশের কাছে বড় আঘাত। যে আঘাত সহজে ভুলতে পারবে না ভারত। গোপন এই ছক হাতে এসেছে দেশের গোয়েন্দাদের। যা ঘুম উড়িয়ে দেওযার পক্ষে যথেষ্ট। এটা করা হলে তা হবে চূড়ান্ত প্রতিশোধ।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচটি ভারত খেলবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানেই টিম ইন্ডিয়ার ওপর হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে নিশানায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যেই সেই নীল নকশা তৈরি করেছে এই জঙ্গি সংগঠন। তাই ভারত অধিনায়কেরও বিশেষ সুরক্ষা দেওয়ার কথা ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এমনকী এই হিটলিস্টের তালিকা এবং লস্করের ছক তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে। এই প্রথম কোনও খেলোয়াড় জঙ্গিদের নিশানায় এলো বলে খবর।