বিজ্ঞান-প্রযুক্তি

লন্ডনে উবারের লাইসেন্স বাতিল

অ্যাপভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবারকে নতুন করে লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উবার বারবার ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বলছে তারা। সূত্র: বিবিসি বাংলা। উবার বলছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের চালকরা রাস্তায় গাড়ি চালাতে পারবেন।জানা যায়, লন্ডন শহরে প্রায় ৪৫ হাজার চালক উবারের হয়ে গাড়ি চালান।উবারের মোট আয়ের ২৪% আসে এই পাঁচটি শহর থেকে। ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল বলছে, যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে তারা উবারের ব্যর্থতার একটি ধরন বা প্যাটার্ন খুঁজে পেয়েছেন যার ফলে যাত্রীদের নিরাপদে চলাচল করা হুমকির মুখে পড়তে পারে।তারা বলছেন, উবারের সিস্টেমে এমন কিছু ঘাটতি রয়েছে যার ফলে অনিবন্ধিত চালকরাও উবারের চালকদের অ্যাকাউন্টে নিজেদের ছবি আপলোড করে গাড়ি চালাতে পারেন। ২০১৮ সালের শেষে ও ২০১৯ সালের শুরুর দিকে তারা কমপক্ষে ১৪০০ জুয়াচুরির ট্রিপ শনাক্ত করেছেন। উল্লেখ্য, দু’বছর আগেও এই শহরে উবারের লাইসেন্স একবার বাতিল করা হয়েছিল। কিন্তু পরে তাদেরকে ব্যবসা পরিচালনার জন্যে আরো দু’বার অনুমতি দেওয়া হয়েছে।