বিনোদন

প্রতিবাদে পথে নামলেন তারকারা

৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে মুখোশধারী কিছু লোক লাঠি, রড, পাথর ভাঙা বড় হাতুড়ি নিয়ে তিন ঘণ্টার হামলায় ছাত্রছাত্রী ও শিক্ষক মিলিয়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের বয়ান অনুসারে হামলাকারীরা সংখ্যায় ছিল প্রায় ১০০ জন। বলিউডের প্রথম সারির তারকারা এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। সোমবার মুম্বাইয়ের কার্টার রোডে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করেন তারকারা। সভায় উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, দিয়া মির্জা, রাহুল বোস, অনুরাগ বসু, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজ, রিচা চাড্ডা, গৌহর খান এবং তাপসী পান্নু। তারকারা সরব সোশ্যাল মিডিয়াতেও। আলিয়া ভাট, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, হংসাল মেহতাসহ আরও অনেক তারকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।